যখন একটা বিকেল গড়ায় সন্ধে বেলার নীলে
যখন একটা কবিতা যায় গানের অন্তঃমিলে
তখন যতই ব্যস্ত হয়ে রাস্তা হাঁটি,
বৃষ্টি পড়ে অঝোর ধারায়, সুগন্ধ হয় মাটি,
বৃষ্টি হয়ে তোকেই আমার আসতে দেখি কাছে
ভেজা মাটির সুগন্ধ তোর দুচোখ ভরে বাঁচে,
তোর হয়ে যাই শুধু, লক্ষ মানুষের মিছিলে।।
আবার হয়তো শুধু শুধু মনখারাপের দুপুর,
মাথার ভেতর অজানা সেই হারানো সুর,
ছাদের পাঁচিল বেয়ে নামছে তখন কি পাইনির হিসাব,
হঠাৎ যেন বললি ডেকে রাখো এখন ওসব,
আসছি আমি বৃষ্টি হয়ে ভিজতে হবে তোমায়
এখন সেটার সময়..
মুষলধারে তুই যে মনের আনাচে কানাচে,
তোর হয়ে যাই বে-ইনতহা মহব্বত-এ-দিল এ।।
Chobighor