Post Views: 670
আমি আর আমার
রোজের ধ্রুবতারা
ওই দূরে বাজছে যেথা
সেটা কী তোমার একতারা ?
কত স্মৃতি জাগছে তোমার
একতারারি সুরে
কিছু ব্যাথা কিছু আনন্দের
কিন্তু আজও নীলিমায় মূড়ে।
আমি আর আমার
রোজের ধ্রুবতারা
কত রাত যায় পেড়িয়ে
তবুও দেয়না সে সাড়া ।
তোমার সুরে
মগ্ন আমি
ভুলছি ব্যাথা
ভুলছি গ্লানি,
ঘুমের দেশে
যাবার আগে
সুরের নেশায়
প্রশ্ন জাগে।
কোন ইশারায়
দেবে সে সাড়া ?
সে যে আজও
অভিমানি ধ্রুবতারা।